আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বোনের বিয়ের বাজার নিয়ে আগৈলঝাড়ায় বাড়ি আসার পথে সড়ক দূর্ঘটনায় ঝড়ে গেল ভাই রবিউলসহ দুইজনের প্রাণ। আনন্দের পরিবর্তে বিয়ে বাড়িতে বইছে শোকের মাতম। 

প্রত্যত্রক্ষদর্শী, হাসপাতাল ও নিহতর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের দরিদ্র ভ্যান চালক লোকমান সরদারের দুই ছেলে ও এক মেয়ে সোনিয়া। একমাত্র মেয়ে সোনিয়ার বিয়ের দিন ধার্য ছিল (১০ জানুয়ারি) শুক্রবার।

পরিবারের একমাত্র আয়ের উৎস বড় ছেলে রবিউল ঢাকা থেকে একমাত্র বোনের বিয়ের বাজার নিয়ে বুধবার বিকেলে নিজ গ্রাম আগৈলঝাড়ার উদ্যেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় বুধবার রাতে এসএ ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস রবিউলকে বহনকারী মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের আরোহী আগৈলঝাড়ার শিহিপাশা গ্রামের রবিউল সরদার (৩৪) ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলে মারা যায় অপর যাত্রী আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের হাফিজুল গোমস্তার ছেলে শাকিল গোমস্তা (২৮)। এসময় সিলেট জেলা সদরের লন্ডনী রোডের বাসিন্দা মুন্না খান (২৭) গুরুতর আহত হয়। আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি আহত মুন্না তার বন্ধু উপজেলার রাহুতপাড়া গ্রামের বিশ্বনাথ কির্ত্তুনীয়ার ছেলে কাছে বেড়াতে আসছিলেন।

রাতে রবিউলের লাশ বাড়ি পৌঁছলে হৃদয় বিদারক ঘটনায় পরিবার ও স্থানীয়য়দের শোকে স্তব্ধ হয়ে যায় বিয়ে বাড়িসহ ওই গ্রাম।

(টিবি/এসপি/জানুয়ারি ০৯, ২০২০)