সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : যথাযোগ্য মর্জাদায় ইতিহাসের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি উপলক্ষে কাপাসিয়া উপজেলা আওয়ামলীগ দিন ব্যাপী কর্মসুচি পালন করেন। 

সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু প্রথিকৃিততে দলীয় নেতাকর্মীরা পুস্পস্তক অর্পণ করেন। পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বেও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাপাসিয়া উজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আমানত হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়নের সভাপতি আবদুল হালিম খোকন,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যন আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইসচেয়ারম্যান মোসা. রওশন আরা সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম মামুন প্রমুখ। আলোচনা শেষে একটি র‌্যালী উপজেলা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।

এদিকে কাপাসিয়া উপজেলা কৃষকলীগ সনমানিয়ার মরিয়ম ভিলেজে আলোচনা সভার আয়োজন করেন। জন্মদিনের কেক কেটে কৃষকলীগ দিন ব্যাপী কর্মসুচি পালন করেন। মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লাহ, বিশিষ্ঠ শিল্পপতি আলম আহমেদ, মাহবুব আলম বাবলু, মো. হাফিজুল হক চৌধুরী , আজম সরকার প্রমুখ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনও শিক্ষা প্রতিষ্ঠান দিবসটিতে ব্যাপক কর্মসুচি পালন করেন।

(এসকেডি/এসপি/জানুয়ারি ১০, ২০২০)