গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে- সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ- শ্লোগানে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি অনুষ্ঠিত হয়। 

শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কুঠিবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বঙ্গবন্ধুর জীবনির উপর দেয়াল চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

এরপর উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্য্যান ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলূ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহম্মেদ, মহিলা কলেজের অধ্যক্ষ এএইচএম আহসান হাবিব (প্রিন্স), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশীদ, প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, সহকারী অধ্যাপক ফিরোজ খানুন নুনু, সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকারম হোসেন রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বোরজাহান আলী, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ।

(এসআরডি/এসপি/জানুয়ারি ১১, ২০২০)