স্বপন কুমার কুন্ডু, রাশিয়া হতে ফিরে : রেডিয়েশন নিয়ন্ত্রণের ব্যবস্থা নিশ্চিত করে বাস্তবায়িত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। রাশিয়ার নভোভরনেঝেতে চলমান ১,২০০ ভিভিআর এর মডেলের অনুরূপ দেশের এই প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যেখানে জনস্বাস্থ্য ও জীব বৈচিত্রের উপর বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত বছরের ১০ ও ১১ ডিসেম্বর নভোভরনেঝে প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে এবং কর্মরতদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

নভোভরনেঝ নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ৩ কিলোমিটারের মধ্যে অনেকগুলো গ্রাম রয়েছে। এখানকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ১৯৫৭ সালে প্রথম যাত্রা শুরু করে। সেসময় এখানে মাত্র ১৫০টি পরিবার বসবাস করতো। এখন সেখানকার জনসংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে ৩১ হাজার পরিবার নির্বিঘ্নে বসবাস করছে। ১ কিলোমিটারের মধ্যে চাষাবাদও হচ্ছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রেডিয়েশনের প্রভাব ছড়িয়ে পড়ছে কি না সেটা সার্বক্ষনিক পরিমাপ করা হচ্ছে। এখানে ৩ কিলোমিটারের মধ্যে চারদিকে ৩৩টি সেন্সর বসিয়ে সার্বক্ষণিক মনিটিরিং করা হচ্ছে। প্রকল্প এলাকার বাইরে এক কিলামিটারের মধ্যে জীব বৈচিত্রের উপর রেডিয়েশন কোনো প্রভাব ফেলছে কিনা এজন্য প্রতিনিয়ত ইকোলজিক্যাল রিচার্স করার ব্যবস্থা রয়েছে। পরিবেশের উপর নিউক্লিয়ারের রেডিয়েশন প্রভাব ধরা পড়ার সাথে সাথে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে।

নভোভরনেঝ তথ্য কেন্দ্রের প্রধান ইউরি জানালেন, রেডিয়েশনের প্রভাব ধরা পড়লে বা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি হলে সাথে সাথে নিয়ন্ত্রিত হচ্ছে। যেকারণে এখানে জনস্বাস্থ্য ও জীব বৈচিত্রের ওপর কোনো নেতিবাচক প্রভাব নেই। ৩৩টি সেন্সরের মাধ্যমে পর্যবেক্ষণে কখন- কী অবস্থা উঠে আসছে। এই সংক্রান্ত সকল তথ্য জনসাধারণকে জানানোর জন্য সাথে সাথে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে।

প্রকল্প এলাকায় বসবাস করে রেডিয়েশন কন্ট্রোল ও লেভেল পরিমাপের কাজে কর্মরত একটি পরিবারের সাথে কথা হয়। স্বামী-স্ত্রী দুজনেই প্লান্টে কর্মরত। একটি পুত্র সন্তানও রয়েছে। আ্যানা মস্কো এনার্জি ইনস্টিউট হতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করে এখানে ৫ বছর যাবত চাকুরি করছেন। স্বামী এ্যালেক্সও ৬ বছর ধরে কর্মরত এবং এই শহরেই জন্মগ্রহন করেছেন। এ্যালেক্স বলেন, রেডিয়েশন কন্ট্রোলের ব্যবস্থা রয়েছে। ভয়ের কিছু নেই। সাধারণ মানুষ জানে না, তাই ভয় পায়। যদি সঠিকভাবে বোঝানো যায় তবে ভয় কেটে যাবে।

আ্যানা বলেন, এটি একটি সম্মানজনক চাকুরি। ভালভাবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। তাই এখানে কাজ করে আমি খুশি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর রেডিয়েশনের তেজস্ক্রীয়তা প্রসংগে বলেন, রেডিয়েশন সেফটির উপর গুরুত্ব দিয়ে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করেই রূপপুরের জন্য তৈরী হচ্ছে সর্বাধুনিক মডেলের ভিভিআর ১,২০০ প্লান্ট। এখানে ৩০০ মিটারের মধ্যে মানুষ বসবাস করতে পারবে বলে নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, রেডিয়েশনের কারণে পরিবেশ ও জীব বৈচিত্রের উপর কোনরূপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। নভোভরনেঝের মতো এখানেও রেডিয়েশন পরিমাপের জন্য সেন্সর বসিয়ে মনিটরিং এর ব্যবস্থা থাকবে বলে তিনি জানিয়েছেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ১২, ২০২০)