চুয়াডাঙ্গা প্রতিনিধি : মাল্টা পাহাড়ি ফল হিসেবে পরিচিতি হলেও সমতল ভূমিতেও রয়েছে এ ফলের ব্যাপক  সম্ভাবনা। চুয়াডাঙ্গার দামুড়হুদায় অসম্ভবকে সম্ভব করে একই দাগে ৪০ বিঘা জমিতে মালটা চাষ করেছেন সাখাওয়াত হোসেন বাবুল । 

তারই স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ একাডেমি অব এগ্রীকালচার (বিএএজি) কর্তৃক তাকে মাল্টা ফল চাষের অবদানের জন্য সাখাওয়াত হোসেন বাবুল স্বর্ণ প্রদান করে। গতকাল রবিবার সকালে ঢাকাস্থ এগ্রীকালচার রিচার্স হল রুমে এ সম্মানো দেওয়া হয় ।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড.মাহাম্মুদ আব্দুর রাজ্জাক, পান্ডা ইনভারসিটির প্রপেস্যার ড. আফজাল হোসেন, ড.শাইখ মাহাম্মুদ, ড কাজী এম বুদরুজ্জামান, বিএএজি ভাইস প্রেসিডেন্ট ড.এম আনারুল কুয়াদেস শেখ, জেনারেল সেক্রেটারী আব্দুল মাজিদ প্রমুখ।

তিনি চুয়াডাঙ্গা দামুড়হুদার ভগিরথপুর গ্রামের শিক্ষক আব্দুর রহিম মাষ্টারের ছেলে তিনি ।

(টিটি/এসপি/জানুয়ারি ১২, ২০২০)