ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে পুলিশী তল্লাশির ভয়ে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন তুষার (১৯) নামের এক তরুণ। পরে তাঁকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। শহরের অরনকোলা এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার ভেলুপাড়া এলাকার আবু তাহেরের ছেলে। পুলিশ জানায়, ওই ব্যক্তির পকেটে ৫ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীদের ধরতে কয়েকদিন ধরে পুলিশ বিশেষ অভিযান শুরু করে। কিন্তু পুলিশ আসার খবর পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান।

রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী তুষারের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ তল্লাশির জন্য এগিয়ে যেতেই দৌড়ে পুকুরে ঝাঁপ দেন। এরপর পুলিশের সদস্যরা পুকুর থেকে তুষারকে উদ্ধার করে। এ সময় তাঁর প্যান্টের পকেটে থেকে তিন বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, অরনকোলা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে একটি মামলা করা হয়।

(এসকেকে/এসপি/জানুয়ারি ১২, ২০২০)