সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় কেন্দুয়া উপজেলায় সদ্য যোগদানকৃত এলজিইডির প্রকৌশলী মো: জাকির হাসান বলেছেন, মুজিববর্ষের সরকারের ভিশন বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে দ্বায়িত্ব পালন করতে চাই। সেক্ষেত্রে সকল মহলের সহযোগিতা একান্ত প্রয়োজন। 

ববিবার তার কার্যালয়ে এ প্রতিনিধির সঙ্গে খোলামেলা আলোচনা করতে গিয়ে এ কথা বলেন প্রকৌশলী মো: জাকির হাসান।

তিনি বলেন, উন্নয়ন কাজের মান যদি ভালো হয় সেক্ষেত্রে কাজ টেকসই হয় অনেক বেশি। এতে যেমন সুনাম হয় ঠিকাদরি প্রতিষ্ঠানের তেমনি সুনাম বৃদ্ধি পায় কর্তৃপক্ষের তাছাড়া সরকারের মুখ হয় উজ্জল।

মো: জাকির হাসান বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ঠিকাদার সহ সকল শ্রেনী পেশা মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌছতে পারি। তিনি গত ২৪ ডিসেম্বর থেকে কেন্দুয়া উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এর আগে তিনি কক্সবাজার জেলার রামু উপজেলায় কর্মরত ছিলেন। মো: জাকির হাসান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় জন্মগ্রহন করেন। ডুয়েটে লেখাপড়া শেষে ২০০৬ সনে কর্মে যোগদানের কথা থাকলেও বিভাগীয় কারণে ২০১৭ সনে তিনি কর্মে যোগদান করেন। ব্যাক্তি জীবনে তিনি ২ সন্তানের জনক।

(এসবি/এসপি/জানুয়ারি ১২, ২০২০)