সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে গরু আনতে গিয়ে এক রাখাল বিএসএফ এর হাতে গুলিবিদ্ধ হয়েছে। বৃহষ্পতিবার ভোর চারটার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের পানিতর এলাকার ২নং মেইন পিলের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহত গরুর রাখাল নাজমুল হাসানকে (৩৬) উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজমুল সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী মাহমুদপুর গ্রামের নূর আলী মোড়লের ছেলে।

সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের রাকিবউদ্দিন গাজীর ছেলে গোলাম হোসেন জানান, তার ভগ্নিপতি নাজমুলসহ পাঁচজন বুধবার সন্ধ্যায় পদ্মশাঁখরা সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার ইটিণ্ডা হাটে গরু আনতে যান। তারা আটটি গরু নিয়ে বৃহষ্পতিবার ভোর চারটার দিকে পানিতর সীমান্তের জিরো পয়েন্টে কাটা তারের বেড়ার কাছে পৌঁছানোর আগে একটি মাঠে পানিতর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে নাজমুলের বাম হাত, কপাল ও বাম চোখ মারাত্মক জখম হয়। বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে তার বোনকে (নাজমুলের স্ত্রী খাদিজা) জানানো হয়। এরপর তারা নাজমুলকে নিয়ে ভোমরা জিরো পয়েন্টোর ২নং পিলারের কাছে গোলাপ সিং এর বাড়ির বিপরীতে চলে আসলে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা নাজমুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের সার্জারী কনসালট্যান্ট ডাঃ হাসানুজ্জামান জানান নাজমুলের বাম হাতে, বাম চোখের নীচে ও কপালে গুলির স্প্রিন্টার লেড়ে জখম হয়েছে। তবে সে বিপদমুক্ত।

ভোমরা বিজিব ক্যাম্পের সুবেদার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই বিএসএফ এর গুলির ঘটনায় প্রতিবাদলিপি পাঠানো হবে।

(আরকে/এইচআর/আগস্ট ০৭, ২০১৪)