মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় জরুরি প্রয়োজনে পুলিশের কল সেন্টার সেবা ৯৯৯ নিশ্চত করণের লক্ষে মঙ্গলবার মদন থানা পুলিশ লিফলেট, স্টিকার বিতরণ করে প্রচারণা কার্যক্রম শুরু করেন।

উপজেলার মাঘান ইউনিয়নের জয়বাংলা বাজার ও পৌরসদরের মহিউদ্দিন মার্কেট থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরি সার্কেল মোঃ জামাল উদ্দিন। এ সময় ওসি মোঃ রমিজুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল উদ্দিন বলেন, ৯৯৯ এ ফোন করে জরুরি মুহুর্তে পুলিশ, ফায়ার সার্ভিস এবং এ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে। সঠিক তথ্য দিয়ে কল করলে তাৎক্ষনিক আপনাদের সেব নিশ্চত করা সম্ভব। তবে কেউ ভূল তথ্য দিয়ে এ নাম্বারে কল করবেন না।

(এএম/এসপি/জানুয়ারি ১৪, ২০২০)