মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রনালয়ে অগ্রিম টাকা দিয়েছি কিন্তু এর পরেও আমাদের কাছে অভিযোগ আছে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারী হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে। তাই আমরা এই বিষয়টি নিয়ে সতর্ক করে দিচ্ছি সংশ্লিষ্টদের, যেনো মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অবহেলা না করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে মৌলভীবাজার জেলার ৪টি উপজেলায় মুক্তিযোদ্ধা কপ্লেক্স ভবন উদ্বোধন শেষে মৌলভীবাজার শহরের স্থানীয় সাইফুর রহমান অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে’র সভাপতিত্বে সমাবেশে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যারা মদদ দিয়েছিল তাদের বিচার এখন সময়ের দাবী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যনেছার আহমদ এমপি, সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি প্রমুখ।

(একে/এসপি/জানুয়ারি ২৫, ২০২০)