স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে আগেই। লাহোরে আজ (সোমবার) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য কেবল সম্মান রক্ষার লড়াই, হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন।

এমন এক ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে সেটা হয়নি এখনও।

প্রসঙ্গত, লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তবু লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। ১৪১ রানের পুঁজি নিয়েও বোলারদের কল্যাণে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে পেরেছিল।

দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তানের কাছে। মাত্র ১৩৬ রান করে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দেখা যাক, তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এসে জয়ের দেখা পায় কি-না সফরকারীরা।

(ওএস/এসপি/জানুয়ারি ২৭, ২০২০)