নান্দাইল প্রতিনিধি : ১৯৬৯ এ গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত আজিজুল হক হারুনের শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সোমবার (২৭ জানুয়ারি)  মানব-বন্ধন ও স্মারক লিপি পেশ করছে নান্দাইল সামাজিক উদ্যোগ (নাসাউ)।

ওইদিন সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় গেইটের সামনে তারা মানব-বন্ধন করে।

উল্লেখ্য, ১৯৬৯ সালে ২৭ জানুয়ারি গণঅভ্যুত্থানের সময় গৌরীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার সময় গৌরীপুর কলেজের মেধাবী ছাত্র আজিজুল হক হারুন পুলিশের গুলিতে নিহত হন।

আজিজুল হক হারুন নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের মৃত মিয়া বক্সের ছেলে।
কিন্তু ৫১ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত তাঁর নাম শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় নি।

নান্দাইল সামাজিক উদ্যোগের আহ্বায়ক অরবিন্দ পাল বলেন ইতিহাসে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান স্বাধীনতা আন্দোলনের একটি অন্যতম ধাপ। শহীদ আসাদের নামের সাথে শহীদ হারুনের নামটি অন্তর্ভূক্তি করা জরুরী।
মানব-বন্ধন শেষে নান্দাইল সামাজিক উদ্যোগের কর্মীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার নির্বাহী অফিসারের পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন।

(এপি/এসপি/জানুয়ারি ২৭, ২০২০)