পাবনা প্রতিনিধি : আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া রুটে পদ্মা-যমুনা ওপর ওয়াই আকৃতির বহুমূখী সেতু নির্মাণের দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে।

আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে। পাবনা জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে কাজিরহাট থেকে ঈশ্বরদী পর্যন্ত ১৪০ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন জেলার বিভিন্ন স্থানে একযোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিশ্বের সবচেয়ে বড় এ মানববন্ধন টি গ্রীনেজ বুক ওয়ার্ল্ডে ওাার দাবী জানান পাবনা জেলা উন্নয়ন ফোরামের নেতারা।

এ সময় বক্তারা বলেন, আরিচা-কাজিরহাট-দৌলতদিয়া রুটে পদ্মা-যমুনা ওপর ওয়াই আকৃতির বহুমূখী সেতু নির্মাণে পাবনাবাসীর দাবি দীর্ঘদিনের। এটি নির্মাণ হলে ঢাকার সাথে পাবনার দূরত্ব ৮৩ কিলোমিটার কম হবে। সময় ও অর্থ সাশ্রয়ের পাশপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গতি আসবে। এছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের জেলা সমূহের সাথে দ্রুত যোগাযোগ সুবিধা বাড়বে।

(এসপি/এসপি/জানুয়ারি ২৭, ২০২০)