আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালে র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আরিফ খন্দকার গ্রেফতার হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, ভাটারখাল এলাকায় কোস্টগার্ড জেটির প্রবেশ পথ এলাকায় অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. আরিফ খন্দকার অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সদস্যরা ওই এলাকায় রবিবার রাতে অভিযান চালায়।

অভিযানের টের পেয়ে সন্ত্রাসী আরিফ খন্দকার পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আরিফকে তল্লাশি করে২টি বিদেশী পিস্তল, ৫রাউন্ড এ্যামোনিশন, ১টি পিস্তলের ম্যাগজিন, ৯৩পিস ইয়াবা এবং ১৫বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ খন্দকার (৩৩) বরিশাল মেট্রোপলিটন থানার চরকাউয়া (হিরণ নগর) এলাকার মৃত কাশেম খন্দকারের ছেলে। আরিফের বিরুদ্ধে বরিশাল জেলার বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে। এ ব্যাপারে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২৭, ২০২০)