নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়ন অফিস ভাংচুর ও প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানের উপর হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে গতকাল সোমবার বিকেলে আউশকান্দি ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি ও ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ইউপি সদস্য সাহেল আহমেদ, সুমন আহমেদ, জাপার সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, দরগা মিয়া, এমরান আলী, শিপন, কয়েছ আলী প্রমূখ। বক্তারা অবিলম্বে সরকারী প্রতিষ্ঠান ভাংচুর ও জনপ্রতিনিধির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।

উল্লেখ্য, গত রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে সিএনজি শ্রমিক সমিতির বিরোধের জের ধরে আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে অবরুদ্ধ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালায় একদল সিএনজি শ্রমিক। এ সময় তারা সাইদুর রহমানের মোটর সাইকেল ও অফিসের গ্লাস ভাংচুর করে।

এ ঘটনায় সাইদুর রহমানকে উদ্ধার করতে উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখলে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

(এম/এসপি/জানুয়ারি ২৭, ২০২০)