মদন (নেত্রকোনা) প্রতিনিধি : পাচারকালে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে জব্দকৃত ৫০ বস্তা ইউরিয়া সার সোমবার নিলামে বিক্রি করেন ভ্রাম্যমান আদালত। 

জানা যায়, গত বুধবার রাতে মদন উপজেলা থেকে খালিয়াজুরি উপজেলায় পাচারের সময় গোবিন্দশ্রী সুজন বাজারে সামনের সড়ক থেকে সন্দেহজনক ভাবে সার ভর্তি ট্রলিটি আটক করা হয়। পরে সারের মালিক দাবিদার না থাকায় সুজন বাজারের সার ডিলার শফিকের গুদামে সার গুলো জিম্মায় রাখা হয়।

সোমবার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়ালীউল হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রকাশ্যে সার গুলো নিলামে বিক্রি করে দেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ.কে.এম নুরুল ইসলাম ছদ্দু, সার ডিলার শফিকসহ এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের ম্যজিস্ট্রেট ইউএনও মোঃ ওয়ালীউল হাসান জানান,জব্দকৃত ইউরিয়া সারের প্রকৃত মালিক না পাওয়ায় সোমবার ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রকাশ্যে প্রতিবন্তা ৭৯৫ টাকা দরে ৫০ বস্তা সার ৩৯ হাজার ৭শ ৫০ টাকায় বিক্রি করা হয়েছে। টাকাগুলো সরকারি কোষাঘারে জমা দেয়া হবে।

(এএম/এসপি/জানুয়ারি ২৭, ২০২০)