নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২২ জানুয়ারি দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিএনপি মহাসচিব বরাবর একটি আবেদনপত্র জমা দেন তিনি।

সেখানে তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে আমার ব্যাবসায়িক ব্যস্ততা বাড়ার পাশাপাশি শারীরিক নানা প্রকার সমস্যা দেখা দিয়েছে। তাই আমার রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সম্ভব নয়। সেহেতু আমি রাজনীতি থেকে সম্পূর্ণরূপে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, মিজানুর রহমান সিনহা ১৯৯৬ সালে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

(ওএস/এসপি/জানুয়ারি ২৭, ২০২০)