ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘ঈশ্বরদীর মাটিতে মাদক ব্যবসা চলবে না। হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে।’

মঙ্গলবার ঈশ্বরদী নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সামাজিক সচেতনা বৃদ্ধি, বাল্য বিবাহ ও মাদক বিরোধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দানকালে ঈশ্বরদী পুলিশ সর্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর একথা বলেছেন।

ঈশ্বরদী পুলিশ সার্কেল অফিসের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, আমবাগান ফাঁড়ির পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।

সমাবেশ সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান। সমাবেশে স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৮, ২০২০)