স্টাফ রির্পোটার : আজ বৃহস্পতিবার বিশ্ব বাঘ দিবস। বাঘ রয়েছে বিশ্বের এমন ১৩টি দেশে প্রতিবছর এ দিবসটি পালিত হয়। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, চীন, ভুটান, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও রাশিয়ায় বাঘ আছে।
এবারের বাঘ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে- বাঘ বাংলাদেশের জাতীয় গৌরব।

দিবসটি পালনে পরিবেশ ও বন মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে সকাল ১০টায় রাজধানীর দোয়েল চত্ত্বরে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি এবং সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/আগস্ট ০৭, ২০১৪)