মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’’-এ প্রতিপাদ্যেকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় স্কুল কাবাডির বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলার সুবিদখালী রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন সুবিদখালী রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় দল।

মির্জাগঞ্জ থানার আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে সুবিদখালী সরকারি হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব, আওয়ামীলীগ নেত্রী এ্যাডভোকেট আয়াশা সিদ্দিকা, উপজেলা স্বেচ্ছাবেবকলীগের আহবায়ক মোঃ জসিম উদ্দিন সবুজ, প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি উত্তম গোলদার, যুগ্ন-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সাদ্দাম, মোঃ কামরুজ্জামান বাঁধনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন। এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয় থেকে ৮টি টিম অংশ করে।

(ইউজি/এসপি/জানুয়ারি ২৯, ২০২০)