বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান আহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের হাড়িখালী এলাকায় তার নিজ বাড়ির সামনের রাস্তায় প্রতিপক্ষরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হাবিবুর রহমান হাড়িখালি গ্রামের আব্দুর ছত্তার শেখের ছেলে এবং বাগেরহাট পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। 

বাগেরহাট হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান জানান, বাইরের কাজ সেরে মটরসাইকেল যোগে দুপুরে বাড়ির সামনে পৌছাই। এসময়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন আমার উপর হামলা করে। উপর্যুপরী আমার হাত ও পায়ে কোপাতে থাকে। একপর্যায়ে আমার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসএকে/এসপি/জানুয়ারি ২৯, ২০২০)