হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে যে দুশ্চিন্তা ছিল তার অনেকটা লাঘব হতে চলেছে। জেলার সবচেয়ে বেশি অধ্যয়নরত শিক্ষার্থী সমৃদ্ধ ঐতিহ্যবাহী জে কে এন্ড এইচ কে হাইস্কুলে চলতি বছর থেকে কলেজ শাখা চালু হয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণীর কার্যক্রম উদ্বোধন হয়।

স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মো. আবু জাহির। বক্তৃতা করেন সাবেক সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এম এ আজিজ ইউনুছ, এম এ মতিন ও শিক্ষক এ টি এম রেজাউল করিম।
হবিগঞ্জ শহরের কেন্দ্রে অবস্থিত জে কে এন্ড এইচকে হাই স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। বর্তমানে এর শিক্ষার্থী সংখ্যা ২২শ’। স্কুলের নতুন ম্যানেজিং কমিটিতে সভাপতির দায়িত্ব নিয়ে হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির কলেজ শাখা চালু করেন।
হবিগঞ্জ শহরের সরকারি বৃন্দাবন কলেজ ও সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা সীমিত থাকায় ভর্তি নিয়ে এতদিন অভিভাবকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করত।
(পিডিএস/এএস/আগস্ট ০৭, ২০১৪)