আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বীর বিক্রম শহীদ লেঃ আহ্সানুল হক ডিগ্রী কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী রজত জয়ন্তী উৎসবের আয়োজন করা হয়। 

শনিবার সকালে কলেজ চত্বরে সাবেক এমপি ও গভর্নর আলহাজ্ব কছিম উদ্দিন আহমেদ জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি মাহাবুবুল হাসান মাহাবুবের সভাপতিত্বে ও রজত জয়ন্তী উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক রাশেদুল ইসলাম রাজার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও গভর্নর আলহাজ্ব কছিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোরশেদ, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, হুমায়ুন কবির বাদশা, বগুড়া জেলা পরিষদের সদস্য আলহাজ্ব এসএম জাহিদুর বারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতু, সান্তাহার পৌর আওয়ামীলীগ সভাপতি আবুল কাশেম, কলেজের অধ্যক্ষ একেএম আসাদুল হক, দাতা সদস্য প্রফেসর একেএম আনোয়ারুল হক, কর্ণেল (অব:) একেএম আনজামুল হক প্রমূখ। সন্ধ্যায় খ্যাতনামা ও আন্তর্জাতিক শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২০)