রিয়াজুল ইসলাম রিয়াজ

নির্বাচনে অংশ নিতে--
সাড়া জীবন ভয়,
আপনি জিতলে গণতান্ত্রিক-
অন্যে কেন নয়?

একটা কথা প্রায়ই ভাবি
কইতে মরি লাজে,
ভিন্ন পথে সৃষ্ট দলে--
গণতান্ত্রিক সাজে!

গণতন্ত্র বলতেই বুঝি-
ক্ষমতাটাই চাই,
ব্যর্থ হলেই দেশ জনতা
জ্বালিয়ে পুড়িয়ে ছাই!

রাজনীতিটা মানে শুধুই-
চিনেন চেয়ার-ক্ষমতা,
চেয়ার পেলে নিমিষে ভুলেন-
দেশ-জনতার মমতা!

এসব করে রাজনীতিতে
হবেন নাতো চাঙা,
একের পর এক ব্যর্থ-ভুলে
বসেন আবার হাঙা!

এমন এক পীর ধরেছেন
সংগটে নাই গতি,
নালিশ পার্টির কুশিলবে
আত্নঘাতি- ক্ষতি!

ধৈর্য ধরুন অংশ নিতে
পরের নির্বাচনে,
ততোদিনে থাকেন যদি
জনগণের মনে!