স্টাফ রিপোর্টার, ঢাকা : দুর্নীতি ও অপশাসন ঢাকতেই সরকার সম্প্রচার নীতিমালা প্রনয়ন করছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, প্রিন্টিং প্রেস এন্ড পাবলিক্যাশন এ্যাক্ট ১৯৭৩ সংশোধন করে মন্ত্রিসভা যে নীতিমালা অনুমোদন করেছে, তা গণমাধ্যমের স্বাধীনতা পরিপন্থী।

বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর করে এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে আছে। অবৈধ এই সরকার জনগণের সাংবিধানিক অধিকার, বাক-স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছে। তারা অতীতের মত একদলীয় শাসনব্যবস্থা কায়েমের হীন উদ্দেশ্য নিয়ে এ নীতিমালা প্রনয়ণ করতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/অ/আগস্ট ০৭, ২০১৪)