নিউজ ডেস্ক : অবশেষে নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত খুন মামলায় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

প্রথম থেকেই এঘটনায় নানাভাবে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

এই মামলার প্রধান এজাহারভূক্ত আসামি নূর হোসেনকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগও রয়েছে শামীম ওসমানের বিরুদ্ধে।তবে তিনি তা অস্বীকার করেছেন।

আর নারায়ণগঞ্জে খুনের রাজনীতির মূল হোতা হিসাবে ওসমান পরিবারের সম্পৃক্তার অভিযোগকারী হিসাবে পরিচিত সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকেও এঘটনার জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।

কমিটি ইতিমধ্যে তাদের দুজনকে এ ব্যাপারে অবহিত করেছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথাও জানিয়েছে তদন্ত কমিটি।

কমিটির প্রধান শাহজাহান আলি মোল্লা জানিয়েছেন- ১১ই আগস্ট মেয়র আইভি ও এর পরদিন শামীম ওসমানকে সচিবালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সাত খুনের ঘটনায় এরই মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, চাকরিচ্যুত তিন কর্মকর্তা, নুর হোসেনের সহযোগীসহ ৩৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে কমিটি।

এছাড়া কোলকাতায় কারাগারে আটক সাত খুনের প্রধান আসামি নুর হোসেনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসনের মন্ত্রাণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেওয়া হবে বলেও জানান তদন্ত কমিটির প্রধান।

(ওএস/অ/আগস্ট ০৭, ২০১৪)