চাটমোহর (পাবনা) প্রতিনিধি : অনিয়ম ও দূর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় পাবনার চাটমোহর সরকারি কলেজের আলোচিত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘যেহেতু মো. মিজানুর রহমান,অধ্যক্ষ, চাটমোহর সরকারি কলেজ, পাবনা এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে তদন্ত করা হয়। তদন্তকালে তিনি তদন্ত কর্মকর্তাদের সহযোগিতা করেননি, বরং কিভাবে তা বাধাগ্রস্থ করা যায়, সেই অপচেষ্টা করেছেন। তদন্ত কমিটির সাথে অধ্যক্ষের এহেন আচরণ অসদাচারণ, ঔদ্ধ্যতপূর্ণ এবং তিনি তদন্ত কাজে অসহযোগিতা কিংবা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ প্রমানিত হয়।

এ কলেজটি নিয়ে শিক্ষক-কর্মচারী ও অধ্যক্ষের মধ্যে বিভক্তি, এলাকায় অধ্যক্ষের অপকর্ম বিরোধী কর্মসূচী পালন ও উত্তেজনাকর পরিবেশের বিষয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রায়শই প্রকাশিত হয়ে আসছে। এর ফলে কলেজটিতে শিক্ষাদান কার্যক্রম হুমুকির মুখে পড়েছে। শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের কাজ অনিশ্চিত হওয়ায় তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে সি আর ৩০৬/২০১৯ (চাটমোহর) ধারা ৩৭১/৪০৬/৪২০ দন্ড বিধিতে তাকে গত ২৬/০১/২০২০ তারিখে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সেহেতু মো. মিজানুর রহমান, অধ্যক্ষ, চাটমোহর সরকারি কলেজ, পাবনাকে বিএসআর (পার্ট-১) এর ৭৩ বিধি এর নোট-২ এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের অফিস মেমোরেন্ডাস নং ঊউ (জধম.৭) ঝ-১২৩/৭৮-১১৫ (৫০০) তারিখ ২১ নভেম্বও ১৯৭৮ অনুযায়ী ২৬/০১/২০২০ তারিখ থেকে ভূতাপেক্ষভাবে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ অতিসত্বর কার্যকর হবে’।

উল্লেখ্য, শতবর্ষী গাছ কাটার ঘটনায় দায়েরকৃত মামলায় পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৬ জানুয়ারি) বিকেল তিনটায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁ শুনানি শেষে এ আদেশ দেন।

মামলা সুত্রে জানা যায়, অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে একই কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল মান্নান কলেজের শতবর্ষীসহ বেশকিছু গাছ কাটার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২০)