চাটমোহর (পাবনা) প্রতিনিধি : স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়ে পাবনার চাটমোহরে মঙ্গলবার দিবাগত রাতে চায়না খাতুন (৪৫) নামের এক গৃহবধূ স্ত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামে। 

চায়না উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের আজাহার আলী সরকারের স্ত্রী। পুলিশ বুধবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, গত ৬ মাস আগে চায়না খাতুনের ২য় বিয়ে হয় আজাহার সরকারের সাথে। এক পর্যায়ে উভয়ের মধ্যে বনিবনা হচ্ছিল না। ঘটনার দিন চায়না তার বোনের বাড়িতে বেড়াতে যান। এসময় তালাকের নোটিশ পান। নোটিশ পেয়ে স্বামীর বাড়িতে এসে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে অল্পক্ষণের মধ্যেই মারা যান। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২০)