কালিয়া (নড়াইল) প্রতিনিধি : ব্যাবসার নামে লগ্নী কারিদের অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে নড়াইলের কালিয়ার এক প্রতারক। বুধবার রাতে ওই প্রতারক তিতু শিকদারের পালিয়ে যাওয়ার খবর পেয়ে লগ্নী কারকরা বৃহস্পতিবার সকালে উপজেলার বিলধুড়িয়া বাজারের মেসার্স শততা এন্টার প্রাইাজে তালা ঝুলিয়ে দিয়েছে।

এলাকাবাসি ও ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলার বড়নাল গ্রামের খোকা শিকদারের পুত্র তিতু শিকদার বড়নাল বাজারে মেসার্স শততা এন্টারপ্রাইজ নামের একটি দোকান নিয়ে সার ও মুদি ব্যবসা শুরু করে। এবং মোটা লভ্যাংশের প্রলোভন দেখিয়ে সে লগ্নিকারিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে শুরু করে। কয়েক জন লগ্নিকারি কুঞ্জপুর গ্রামের আব্দুস সবুর ২ লাখ টাকা ও বড়নাল গ্রামের ফরিদ শিকদার ৪ লাখ টাকা, তেছমতি বেগম ২ লাখ ৫০ হাজার টাকা ও মহসিন মল্লিক ২ লাখ ৫০ হাজার টাকা লগ্নি করেছেন। তার অভিযোগ করে বলেন, তাদেরকে সার সহ মুদি ব্যবাসার লভ্যাংশ দেয়ার প্রলোভন দেখিয়ে গত প্রায় ৬ মাস ধরে তারা সহ এলাকার ৩০ জন লগ্নি কারির কাছ থেকে ৪৮ লাক টাকা হাতিয়ে নিয়েছে। গত মাস খানেক ধরে তারা লভ্যাংশের জন্য চাপ দিতে থাকলে ওই রাতে তিতু তার স্ত্রীপুত্র ্এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে লগ্নিকারিরা ওই বাজারে ছুটে গিয়ে দোকানে তারা ঝুলিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে বড়নাল গ্রামের শিপুল শিকদার সহ অনেকেই মুর্ছা যাওয়া সহ অসুস্থ্য হয়ে পড়েন। ইলিয়াসাবাদ ইউপির চেয়ারম্যান মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্মীকার করে বলেছেন,অনেক লোকই পথে বসে গেছে। বড়নাল পুলিশ ফাঁড়ির আইসি এস আই ফারুক হোসেন বলেছেন, তিনি ঘটনার খবর শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি।
(এমএইচএম/এএস/আগস্ট ০৭, ২০১৪)