গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস চাপায় গালামাল ব্যবসায়ী আব্দুল মজিদ (৬২) ঘটনাস্থলে নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সোহাগী গ্রামের মৃত মোনতাজ আলীর ছেলে। তিনি নিজগ্রামে গালামালের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, আব্দুল মজিদ পৌর শহর থেকে দোকানের মালামাল ক্রয় করে বাইসাইকেল যোগে বাড়ীতে ফিরছিলেন। তিনি পথিমধ্যে ওই স্থানে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে আসা পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩২৮৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক ও হেলপার পালিয়েছে। পরে মরদেহটি নিহত পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২০)