গৃহবধূর অপেক্ষা

জানালা খুলে বসেছে স্বামীর অপেক্ষায়
লাল শাড়ি কপালে লাল টিপ পড়েছে
শুধুমাত্র প্রিয় মানুষের অপেক্ষা করে
রাতজেগে বানিয়েছে পাঠিসিপটা পিঠে।
-
রাত দ্বিপ্রহরে হঠাৎ চলে গেলো স্বামী
ফিরবে দেশ স্বাধীন করে মাতৃভাষা নিয়ে
বহু দিন চলে গেলো অপেক্ষার শেষ হয়না
আসলেনা তুমি মনের ঘরে ফিরে।
-
সন্তান আজ আমার গর্ভে বড় হচ্ছে
কষ্ট যন্ত্রণা নিয়ে সন্তানের অপেক্ষা করছি
কি বলবো তাকে?বুঝে উঠতে পারিনা
দিনগুলো যে কষ্টে যাচ্ছে অপেক্ষা করে।
-
দেখবো তোমাকে স্বাধীন পতাকার মাঝে
দেশের জন্যই শহীদ হবে স্বাধীনতা পেতে
পেয়েছি স্বাধীনতা হারিয়ে তোমাকে
থাকবো অপেক্ষায় বসে তোমাকে দেখতে।
-
একুশে ফেব্রুয়ারি ভূমিষ্ঠ হয়েছে সন্তান
শহীদ ভাষা দিবসে তোমাকে দেখবে বলে
খুবই ভাগ‍্যবান আমাদের সন্তানের জীবন
তুমি জলন্ত সাক্ষী দেশ স্বাধীনতার জন‍্যে।
-
আমার অপেক্ষা স্বার্থক স্বাধীনতা পেয়ে
স্বাধীনতা ফুটে উঠেছে লাল সবুজের সাথে
তোমাকে ভুলে যাবোনা পৃথিবীতে থেকে
ইতিহাসে নাম লেখা হয়েছে শহীদ হিসেবে।