মাদারীপুর প্রতিনিধি : আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা পুলিশ সংবাদ সম্মেলন করে উদ্ধারকৃত মূল্যবান জিনিসপত্রসহ আটককৃতদের বিষয়ে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ জানান, গত ৯ ফেব্রুয়ারী ঢাকা-বরিশাল মহাসড়কযোগে আন্তঃজেলা ডাকাত দলের ৬ থেকে ৭ জনের একটি দল মাইক্রোবাসে মাদারীপুরে আসছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার মস্তফাপুর এলাকায় থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করেন।

এ সময় ডাকাতদের কাছ থেকে ৬ ভরি স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। ডাকাতদের তথ্যমতে, এসব জিনিসপত্র বরিশালের একটি বাসা থেকে ডাকাতি করেছে বলে স্বীকার করেন।
পরে ক্ষতিগ্রস্থ্যদের জিনিসপত্র বুঝিয়ে দেয়া হয়। ডাকাতাদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে।

এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ডাকাতরাও আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সংবাদ সম্মলনে এসময় বক্তব্য রাখেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বদরুল আমল মোল্লা ও মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম

(এস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২০)