আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় পারিবারিক অশান্তির কারণে দুই সন্তানের জনক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।

হাসপাতাল ও মৃতর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নগরবাড়ি গ্রামের শামসুল হক গোমস্তার ছেলে দুই কন্যা সন্তারে জনক সিরাজ গোমস্তা (৪৫) পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার জন্য সোমবার বিকেলে কীটনাশক পান করে। সিরাজ অসুস্থ হয়ে পড়লে পরিবারের স্বজনেরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকেরা তাকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে সিরাজ মারা যায়।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ টোষ্ট মর্টেম শেষে মঙ্গলবার দুপুরে সিরাজের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২০)