মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। ১৬৬ সদস্য বিশিষ্ট এ কমিটি ২০১৮ সালের ৮ মে অনুষ্ঠিত সম্মেলন পরবর্তী সময়ে প্রস্তাব করা হয়েছিল। যা সম্মেলনের প্রায় ৩ বছর পর মাগুরা জেলা ছাত্রলীগের কাছে কেন্দ্র থেকে অনুমোদন হয়ে গতকাল বুধবার পৌছেছে।

কেন্দ্রেীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য কর্তৃক স্বাক্ষরিত কমিটিতে সভাপতি হিসেবে মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন মুক্তাসহ সহ-সভাপতি হিসেবে ২৫ জন, যুগ্ম-সম্পাদক হিসেবে ১০ জন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ১০ জন, সহ সম্পাদক হিসেবে ৩৪ জন, প্রচার, দপ্তর, শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া, তথ্য, অর্থ, কৃষি, ধমর্, সাহিত্যসহ বিভিন্ন সম্পাদকীয় উপ সম্পাদকীয় পদে ৫২ জন এবং নির্বাহী সদস্য পদে ৩৩ জনের নাম আছে।

এ বিষয়ে বর্তমান মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, ‘২০১৮ সালের সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সহ-সভাপতি সৈয়দ রাব্বি ইসলাম সাগর, রিয়াদ মুন্না, এনামুল কবির জুয়েল, যুগ্ম সম্পাদক নাহিদ খান, হামিদুল ইসলাম, আলিমুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক পদে সামছুর রহমান, সাব্বির হোসেন নাজমুল, কেন্দ্রীয় সদস্য হিসেবে জাহিরুল ইসলাম এ ১১ জনের নাম অনুমোদিত হয়।

নৈতিক স্খলনের কারনে সাংগঠনিক সম্পাদক পদ থেকে পরবর্তীতে বহিষ্কৃত হন সাব্বির হোসেন নাজমুল। পরবর্তীতে কমিটির আকার বাড়িয়ে ২০১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ২০১৯ সালে কেন্দ্রে পাঠানো হয়। কেন্দ্রীয় কমিটির পূণর্গঠন জনিত কারনে কমিটি অনুমোদিত হতে এতটা সময় লেগেছে।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২০)