বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেরায় ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার ভোরে মোরেলগঞ্জের পুটিখালী গ্রাম থেকে তাদেও নিজ-নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

গ্রফতারকৃত দুই ধর্ষকরা হলো, ওই গ্রামের মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে স্বপন (২৮) ও মজিবর ফরাজীর ছেলে নয়ন ফরাজী (২০)।

এ ঘটনায় মেয়েটির পিতা মঙ্গলবার রাতে গণধর্ষণের অভিযোগে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মোরেলগঞ্জ থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানায়, ওই স্কুল ছাত্রীটিকে রবিবার দিবাগত রাত ২ টার দিকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে স্বপন ও নয়ন গণধর্ষণ করে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়।

গ্রেফতার হওয়া দুই ধর্ষককে বুধবার আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে। এদিন ছাত্রীটিকেও ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

(ওএসএকে/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২০)