বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আব্দুল্লাহ ফকির (১৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে চিতলমারী উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক কুনিয়া গ্রামের আহাদ আলী ফকিরের ছেলে। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং ট্রাক চালককে ধরে পুলিশে সোপর্দ করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে চিতলমারী উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডে নিজের ভ্যানের উপর বসে পিঠা খাচ্ছিল আব্দুল্লাহ ফকির। এসময় গোপালগঞ্জ থেকে পিরোজপুরগামী লোহার রড ভর্তি ট্রাকটি তার ভ্যানে ধাক্কা দিলে সে সড়কের উপর ছিটকে পড়ে এবং ট্রাকের চাকায় সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় ও ট্রাক চালককে ধরে পুলিশে সোপর্দ করে।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২০)