স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরের বেগম রেকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬দিনব্যাপী শুরু হয়েছে গুনগুন-রণন চতুর্থ বইমেলা। 

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ফিতা কেটে মেলার আনুষ্ঠনিক উদ্বোধন করেন কয়েকজন শিশু।

উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক-সামাজিক সংগঠন রণনের সভাপতি বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদেও সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন পরিষদের আহবায়ক শিক্ষাবীদ অধ্যাপক ড. রেজাউল হক।

বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক, ম্যানেজমেন্ট স্ট্রাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: মতিউর রহমান, তরুণ কথা সাহিত্যিক আশান উজ জামান, অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, লেখক রানা মাসুদ, বেগম রোকেয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, সাংস্কৃতিক সংগঠন গুণগুনের সভাপতি ও হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক উমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে শিশু উদ্বোধকদের মধ্যে ছিল শুদ্ধসত্ব, অনন্ত নীলিম ঐক্য, প্রযুক্তা অক্ষর ও সাধ্য। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ছোট এই বইমেলাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক ছাড়াও সকলের নজর কাড়ে।

(এমএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২০)