মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার শান্তিনগর এলাকায় বৃহস্পতিবার রাতে আস্টম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছে মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তর।

মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিয়ের সব আয়োজন শেষ বরযাত্রীও এসেছে বিয়ে করতে।

এমন সংবাদ পেয়ে মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা ঘটনাস্থলে গিয়ে শহরের শান্তি নগর এলাকার বাচ্চু বেপারী মেয়ে মাদারীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্রী মিম আক্তারের বিয়ে ভেঙ্গে দেন। এসময় বর একই উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার মিনজাল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার তাদের উপস্থিতি টের পালিয়ে যায়।

এসময় ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না এই মর্মে অঙ্গিকারনামায় স্বাক্ষর করে ঐ মেয়ের পরিবার।
মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২০)