নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা ও দায়রা জজ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান একেএম শহীদুল ইসলাম বলেছেন, লিগ্যাল এইড সংস্থার মাধ্যমে আইনী সেবা প্রাপ্তির জায়গাটি সমাজের সুবিধা বঞ্ছিত দরিদ্র বিচারপ্রার্থী মানুষের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। এ সংস্থার মাধ্যমে অস্বচ্ছল বিচারপ্রার্থী মানুষ বিনা খরচে আইনী সেবা পাচ্ছেন, এটা তাদের কোন অনুগ্রহ নয়, এটা তাদের অধিকার। বাংলাদেশ সরকার সেই অধিকার তাদের দিয়েছে।

শুক্রবার জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বামইন স্কুল এ্যন্ড কলেজ মাঠে এক উঠান বৈঠকে তিনি কথাগুলো বলেন। চন্দননগর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এই উঠান বৈঠকের আয়োজন করে।

জেলা ও দায়রা জজ বলেন, মামলার ভারে বর্তমানে বিচারকদের ঘাড় নুইয়ে পড়েছে। একজন বিচারকের যে পরিমান মামলা নিস্পত্তি করার ক্ষমতা রয়েছে, তার চেয়ে হাজার গুন মামলা তার টেবিলে জমা রয়েছে। এ অবস্থায় আপোষ মিমাংসার মাধ্যমে বিরোধ নিস্পত্তিতে গুরুত্ব দিচ্ছে সরকার। অস্বচ্ছল ও অসহায় মানুষদের বিনামূল্যে আইনী সেবাদান কার্যক্রম খুবই ফলপ্রসু। এই কার্যক্রম সম্পর্কে মানুষকে সচেতন করতে সমাজের শিক্ষিত ও বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে।

চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, ইউএনও জয়া মারীয়া পেরেরা, নওগাঁ জজ কোর্টের পিপি আব্দুল খালেক, থানার ওসি আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে লিগ্যাল এইড সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও নওগাঁ জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তাজুল ইসলাম।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২০)