দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, বিস্ফোরক ও নির্বাচনী সহিংসতার অভিযোগে দায়েরকৃত মামলার  জামায়াত-শিবিরের ১১ জন পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হত্যা মামলার এজাহার নামীয় আসামী প্রভাষক আব্দুল মালেক (৫০)কে পুলিশ বুধবার রাতে নাটোর জেলার লালপুর থানার একটি বাড়ী থেকে এবং উপজেলা জামায়াতের রোকন মোজাফ্ফর হোসেন (৪৫) ও ইসমাইল হোসেন (৩৫)কে রংপুর সদর উপজেলার মাহিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে।

এছাড়া উপজেলা ছাত্রশিবির নেতা মোশাররফ হোসেন খোকন (২৭) ও সহিদুল ইসলাম সাজু (২২)কে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই সময় নবাবগঞ্জ উপজেলা পুলিশ অভিযান চালিয়ে আসামী শিবিরের নেতা সিদ্দিকুর রহমান (২৮), সাহদাত হোসেন (২৫) ও সায়েল হোসেন (২২) এবং বিরামপুর উপজেলা পুলিশ শিবির নেতা মনিরুজ্জামান (২২), হারুনুর রশিদ (২০) ও ফিরোজ কবির (২৬)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এটি/অ/আগস্ট ০৭, ২০১৪)