দিনাজপুর প্রতিনিধি : ভারতে আটক নারী শিশুসহ ১১ বাংলাদেশীকে ১০ ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

বুধবার দিবাগত রাত ১২ টার সময় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্টিত হয়। ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পনি কমান্ডার সংগ্রাম বিশ্বওয়াল ও বিজিবির হিলি চেকপোষ্ট ক্যাম্পের নায়েক সুবেদার মো: রফিক নেতৃত্ব দেন। বৈঠক শেষে রাত সাড়ে ১২ টার সময় বিজিবির কাছে ১১ জন বাংলাদেশীকে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি জানায়, বুধবার দুপুরে হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে তাদের ফেরৎ চেয়ে পত্র দিলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরৎ দেয় বিএসএফ। আটককৃদের মধ্যে ২ শিশু, ৩ নারী ও ৬ জন পুরুষ রয়েছে। এদের সকলের বাড়ী সিরাজগঞ্জ জেলার উল্ল্যাপাড়ায়।

(এটি/অ/আগস্ট ০৭, ২০১৪)