মাদারীপুর প্রতিনিধি : তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মাদারীপুর জেলা শাখার আয়োজনে নানা দাবিতে শনিবার সকালে শহরের পুরানবাজারের মেলবোন প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সুন্দরবন থেকে কক্সবাজার : ভারত-চীন-জাপানের উপকূল বিনাশী সকল প্রকল্প বাতিল কর, ভোলার গ্যাস ক্ষেত্র থেকে রাশিয়ান কোম্পানি হঠাও, জাতীয় কমিটি স্বনির্ভর, সুলভ, পরিবেশবান্ধব পরিবল্পনা বাস্তবায়ন করার দাবিতে বক্তরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মাদারীপুর জেলা শাখার আহবায়ক রাজন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান সাগর, সহ সদস্য সচিব সরোয়ার হোসেন মোল্লা, কাজী আবুল বাশার, মনিরুজ্জামান সানু, খলিলুল রহমান, আবুল কাশেম প্রমুখ।

(এএস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২০)