নওগাঁ প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও নওগাঁর ধামইরহাট উপজেলার জোতনগর গ্রামে আদিবাসী যোসেফ বাস্কের ২ দশমিক ৬৯ একর জমি জবরদখলের চেষ্টা করছে স্থানীয় আইয়ুব হোসেন গং। শুধু তাই নয়, ওই গ্রামের আদিবাসীদের জমি থেকে উচ্ছেদসহ তাদের খুন, জখম এমন কি তাদের হাত-পা ভেঙ্গে ভারতে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এমন অভিযোগ করেছেন, আদিবাসী নেতা আলবার্ট সরেন, যোসেফ বাস্কেসহ স্থানীয় আদিবাসীরা। এ ব্যাপারে স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। 

ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। এব্যাপারে সুষ্ঠু বিচার দাবীতে স্থানীয় আদিবাসীরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২০)