আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সিনিয়র সদস্য, আওয়ামীলীগ সংসদীয় ও স্থাণীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য  ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি রবিবার বরিশাল আসছেন।

মন্ত্রীর একান্ত সচিব মো, খায়রুল বাশার মন্ত্রী আবুল হাসানাতি আবদুল্লাহর সফর সূচীর তথ্য নিশ্চিত করেছেন। তথ্য অনুয়ায়ি ১৬ ফেব্রুয়ারী রবিবার দুপুর দু’টায় জাতীয় সংসদ কমপ্লেক্স এর বাসভবন থেকে রওয়ানা হয়ে হযরত শাহ জালাল (রঃ) আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে বিমানযোগে বরিশাল পৌঁছবেন।

বরিশাল বিমান বন্দর থেকে বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য প্রয়াত সাবেক কাউন্সিলর মফিজুল ইসলাম ঝন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা কাওছার হোসেনের বাসভবনে যাবেন। সেখানে ওই শোকাহত পরিবারের সাথে সাক্ষাত করবেন তিনি। ওই দিন সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউজে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গর সাথে সাক্ষাত শেষে রাতে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে রাত্রী যাপন করেবেন। ১৭ ও ১৮ ফেব্রুয়ারী স্থানীয় কর্মসূচিতে অংশ গ্রহন করবেন।

এছাড়াও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি বরিশালে সফর কালে বরিশালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন এবং এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করবেন ।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২০)