গাইবান্ধা প্রতিনিধি : অনেক জল্পনা কল্পনা অবসান গাইবান্ধা -৩ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেলেন এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি

৩১ গাইবান্ধা ৩ উপ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন পলাশবাড়ীর কৃতি সন্তান বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি।

শনিবার সন্ধায় গনভবনে মনোনয়ন প্রত্যাশী ২৫ প্রার্থীর সাক্ষাৎকার শেষে এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি নাম ঘোষণা করা হয়।

মনোনয়ন পাওয়ার খবর এলাকায় ছরিয়ে পড়লে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করে।

উল্লেখ্য, এই আসনের এমপি ডাঃ ইউনুস আলী সরকার মৃত্যুর পর আসনটি শুন্য ঘোষণা করা হয়।

অতীতের ন্যায় আবারো এই আসনে নৌকার বিজয় নিশ্চিত হবে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২০)