সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের একটি চিহ্নিত প্রভাবশালী মহল বহমান শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের জেগেউঠা চর, প্রকৃতির অপরুপ সৃষ্টি ধাঁধার চর থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালি উত্তোলন, মাটি খনন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। নদী ও চর কাটার প্রতিবাদে এবং ভূমিদস্যুদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

গতকাল বিকালে রাণীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় " শীতলক্ষ্যা নদী ও ধাঁধার চর বাঁচাও আন্দোলন নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে " ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খন্দকার শাহাদাৎ হোসেন সেলিম, আকরাম হোসেন মাসুম, দূর্গাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন দুলাল, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শিপু, দূর্গাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তারিকুল ইসলাম লিটন, গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্য পারভেজ সরকার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান প্রধান,উপ ধর্ম সম্পাদক রাজিবুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, দলের পদ পদবীকে পূঁজি করে কতিপয় চিহ্নিত প্রভাবশালী মহল সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে অবৈধভাবে শীতলক্ষ্যা নদী ও ধাঁধার চরের মাটি কেটে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের অপকর্মের ফলে প্রকৃতির মারাত্মক ক্ষতি হচ্ছে এবং বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

বক্তারা বলেন, গত শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে রানীগঞ্জ বাজার এলাকা থেকে আটক হওয়া শীতলক্ষ্যা নদী ও চরের মাটি ভর্তি ট্রলি ও এক্সেভেটর কারা এনেছে তা তদন্ত করলেই এর সাথে জড়িত প্রকৃত অপরাধী ও পর্দার আড়ালের মূল হোতাদের মুখোশ উন্মোচিত হবে। প্রকৃত বালুদস্যুদের আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসন ও সাংবাদিকদের ভূমিকা রাখার জোড়ালো দাবী জানিয়েছেন।কাপাসিয়া বালু দস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন দাবী জানানো হয়।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২০)