অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : আজ (রবিবার ১৬, ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ করে বরগুনার পাথরঘাটা-ঢাকা আঞ্চলিক সড়কের কাজ পরিদর্শনে আসেন সড়ক ও জনপদ বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই সড়কের কাজে নিম্নমানের রসদ সামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্তে তাদের মাঠপর্যায়ে এসে নমুনা সংগ্রহ সহ স্থানীয় জনতার সঙ্গে কথা বলতে দেখা গেছে।

জানা গেছে,১৮কোটি টাকা ব্যয়ে বরগুনার পাথরঘাটা-ঢাকা সড়কের কেরামতপুর থেকে পাথরঘাটা পর্যন্ত ১১কিলোমিটার রাস্তার কাজে চরম অনিয়মের অভিযোগে ১সপ্তাহ আগে কাজটি বন্ধ করে দেন স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান রিমন।

ঘটনাটি দেশের প্রধান জাতীয় দৈনিক গুলোতে নিউজ হয় ফলাও করে। নরেচরে বসে সংশ্লিষ্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।ওই ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত দল সরজমিনে ছুটে আসেন বলে জানাগেছে।

তদন্ত দলের প্রধান অতিরিক্ত সচিব রওশন আরা হুশিয়ারী উচ্চারন করে বলেন, সরকার চায় কাজের উন্নত মান। যেভাবে সিডিউলের নির্দেশনা রয়েছে; ঠিক সেভাবেই সকল সড়কের কাজ করতে হবে। কোনো অনিয়ম সয্য করা হবে না। আমরা আবার আসবো।মানুষের কথা শুনবো।দরকার হলে আবারও সড়কের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখবো।

এসময় উপ-সচিব শামিমউজ্জামান বলেন, যেভাবে অর্কঅর্ডার রয়েছে;সেভাবেই কাজ সম্পন্ন করতে হবে।
স্থানীয় সুধিদের সাথে কথা বলেন সড়ক ও জনপদের বিভাগীয় প্রধান প্রকৌশলি সুশীল কুমার সাহা। তিনি বলেন,কাজটি যেহেতু চলোমান রয়েছে; সেখানে এখন কিছু বলা সমিচিন হবে না। কাজটি শেষ করতে দিন অনিয়ম হলে ছাড় দেয়ার সূযোগ নাই।

স্থানীয় জনপ্রতিনিধি সহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সড়ক ও জনপদের তত্বাবধায়ক প্রকৌশলি ফজলে রাব্বী।

ঘটনার সময় স্থানীয় মানুষের প্রশ্নবান থেকে অনেকটা নিরাপদ দুরত্বে থাকেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলি কামরুজ্জামান। একটি সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানান, সকল দুর্নীতির মূলে হচ্ছেন ওই নিবাহী প্রকৌশলী কামরুজ্জামান।

তার বিরুদ্ধে অভিযোগ, পাথরঘাটা-বামনা আর বেতাগী এই সার্কেলের প্রায় ২'শ কোটি টাকার কাজ থেকে ৫ পার্সেন্ট হারে কমিশন নেন তিনি।

পাথরঘাটার এই ১১কিলোমিটার সড়কের কাজটি তমা কনস্ট্রাকশন কোম্পানী নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পেলেও সাব কন্ট্রাক নেন পিরোজপুরের মঠবাড়িয়ার আবু হানিফ নামের জনৈক ঠিকাদার। তিনিও একধরনের জনরোষের মুখে পরেন তদন্ত কর্মকর্তাদের সামনে।

তদন্তকালে আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির,উপজেলা নির্বাহী অফিসার হুমাউন কবির,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন প্রমুখ।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২০)