আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান রবিনসহ ৫জন ছাত্রলীগ নেতার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেল ৪টায় সান্তাহার পৌর ছাত্রলীগের উদ্যোগে রেলগেট স্বাধীনতা মঞ্চ চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আনছার আলী, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, আওয়ামীলীগ নেতা আসলাম শিকদার প্রমূখ। বক্তারা অবিলম্বে সান্তাহার পৌর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মারুফ হাসান রবিনসহ ৫ েছাত্রলীগ নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে জোর দাবি জানান।

ছাত্রলীগনেতা রবিনের বাবা আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আনছার আলী বলেন, মামলার বাদি নূরু একজন বিএনপির ক্যাডার ও তার ছেলে মিরাজ অস্ত্রধারী সন্ত্রাসী। ১৯৯৭ সালের ২৫ সেপ্টেম্বর আওয়ামীলীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় আদমদীঘি থানায় নূরুর বিরুদ্ধে মামলা রয়েছে।

২০১৯ সালের ১৯ মার্চে মিরাজসহ ১৫/২০ জন সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও আমাকে মারপিট করে আহত করে। এঘটনায় আমি আদমদীঘি থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করি। নানা ঘটনার জেরে ষড়যন্ত্রমূলক ভাবে রবিনসহ ৫জনের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২০)