ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুট কর্পোরেশনের জায়গায় নির্মাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভীন উপজেলার সদরের ধামদী এলাকায় বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেন।

বাংলাদেশ জুট মিল ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যস্থাপক তোফাজ্জল হোসেন ঈশ্বরগঞ্জ সহকারী কমিশনার ভূমি বরাবর ধামদী মৌজায় মেসার্স ল্যান্ডেন এন্ড ক্লার্ক নামীয় সরকারী সম্পত্তিতে মমতাজ জাহান মিতুসহ ৯ ব্যক্তি অবৈধভাবে স্থাপনা নির্মানকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।ওই অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত নির্মানাধীন স্থাপনা গুড়িয়ে দিয়েছেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করায় সেটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

(এন/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২০)