সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : বনের হাতিকেও পোষ মানিয়ে দোকানে দোকানে ফেরি করার ঘটনা নতুন নয়। সোমবার বিকালে কেন্দুয়া উপজেলা সদরে একটি হাতি নিয়ে দোকানে দোকানে ফেরি করতে এসেছিল গাজীপুর থেকে আসা এক মাহুত। হাতিটিকে প্রতিটি দোকানে নিয়ে সুর উঁচিয়ে দোকানীকে সালাম দেয়। যতক্ষন পর্যন্ত দোকানী ১০টি বা ২০টি টাকা বকসিস না দেয় ততক্ষন পর্যন্ত হাতি সুর উঁচিয়ে দাড়িয়ে চেঁচামেচি করতে থাকে। বনের পশুকেও বস করে মানুষ করছে ব্যবসা। 

নাম প্রকাশে অনিচ্ছুক হাতির মাহুত একবার তার বাড়ি টাঙ্গাইল এবং আরেকবার তার বাড়ি গাজীপুর বলে জানায়। মাহুত বলেন তিনি বেতন ভুক্ত একজন কর্মচারী। যেসব টাকা উঠানো হয় সেসব টাকা একত্রিত করে মালিককে দেয়া হয়।

প্রতিদিন কত টাকা উঠে জানতে চাইলে মাহুত বলেন, কোন দিন ২ হাজার কোন দিন ৩ হাজার আবার কোন দিন ১ হাজারও হয়। টাকা যত বেশি তোলা যায় ততই মালিকের কাছ থেকে বকসিস পাওয়া যায়। এই ফেরি দেখতে ছেলে বুড়ো সকলেই রাস্তায় ভিড় জমায়। আর দোকানীরা প্রত্যেকেই খুশি হয়ে ১০ টাকা ২০ টাকা হাতির সুরে তুলে দেন।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২০)